শৈলকুপায় প্রবাসীর বাড়িতে চুরি

0
386

শৈলরাজ প্রতিনিধি, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শলকুপার সাতগাছি গ্রামের পুরাতন পাড়ার মৃত আবুল হোসেন মোল্লার বাড়িতে শনিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। চোর চক্র ঘরের দরজার দুইটি তালা খুলে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়। চুরির রাতে আবুল হোসেনের স্ত্রী আখিরন নেছা বাড়িতে ছিলেন না। জানা গেছে আখিরণের পুত্র বধূ সিথী খাতুন শাশুড়ির পাশের রুমেই থাকেন। ফলে এই চুরি নিয়ে গ্রামবাসির সন্দেহের শেষ নেই। এলাকার অনেকে বলছে পূত্র বধূ সিথীর কথা বার্তা সন্দেহজনক। শাশুড়ির ঘরের চাবি ঘরের আশপাশে ঝুলানো থাকতো। বিষয়টি অন্য কারো জানার কথা নয়। বৃদ্ধা আখিরন নেছা জানান তার নাতী ছেলে আশরাফুলকে দোষারোপ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো থানায় জিডি হয়নি বলে জানান শৈলকুপা থানার এসআই সাখাওয়াত হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here