নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) প্রবল বৃষ্টি উপেক্ষা করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পটুয়াখালীর
দশমিনায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে প্রথম আলো’রবাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে মামলায় আসামি করারউপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতসোমবার প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশে স্থানীয়সাংবাদিক, শিক্ষক ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ
নেন। মানববন্ধনের বক্তব্য রাখেন, রিপন কুমার কর্মকার, কামরুল ইসলামসোহাগ, এইচ.এম ফোরকান, ফয়েজ আহম্মেদ, সঞ্জয় ব্যানার্জী, মোঃবেল্লাল হোসেন ও মামুন তানভীর প্রমুখ। বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ওক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে হত্যা মামলা থেকে আমাদেরসহকর্মীকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধকরেন।গত ২৪ মে, রোববার দুপুরে বাউফল থানার অদূরে সড়কের ওপর বাউফলপৌরসভার উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীরনির্দেশনা সংবলিত ব্যানার স্থাপনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে তাপস কুমার দাস নামে এক যুবলীগ কর্মী নিহতহন। ওই ঘটনায় ২৫ মে রাতে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগেরযুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েলসহ ৩৫ জনের নামে
হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই পঞ্চশ চন্দ্র দাস। এই মামলায় সাংবাদিক মিজানুর রহমানকে ২০ নম্বর আসামি করা হয়।