খাজুরা (যশোর) প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত যশোর-০৪ আসনের সাংসদ ওবাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিত কুমার রায়ের রোগমুক্তি ও সুস্থতাকামনা করে যুবলীগের দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ নেতা রিয়েল হোসেন
টিটোর নির্দেশনায় বুধবার রায়পুর ইউনিয়ন যুবলীগ তিনটি ওয়ার্ডে দোয়াঅনুষ্ঠানের আয়োজন করে।এদিন দুপুর ২টায় ৫নং ওয়ার্ডের আজমুপর চৌরাস্তা মোড়ে দোয়া অনুষ্ঠানেসভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিকেল ৪টায়৮নং ওয়ার্ডের ভাতুড়িয়া বটতলায় বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া ও সন্ধ্যায় ৯নং ওয়ার্ডেরশেকেরবাতান যুবলীগ অফিসে রওশন আলী দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন রেজা তুষার, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড যুবলীগের টিপু শেখ,মনিরুজ্জামান তরুণ, এস.বি সুমন, ইলিয়াস হোসেন, জসিম উদ্দীন, টিটোবিশ্বাস, আনছার আলী, মাহাবুবুর রহমান, মহিদুল ইসলাম প্রমুখ।