মোঃ মেহেদী হাসান/মোঃ আক্তার হোসেন, মণিরামপুর ॥ যশোরের মণিরামপুরে মনিরুজ্জামান মুকুল (৩০) নামে এক যুবক করোনা আক্রান্তহয়েছেন। তিনি অভয়নগর এসিল্যান্ড অফিসের নাজির।মুকুল মণিরামপুরের জলকর রোহিতা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আমজাদহোসেনের ছেলে।বর্তমানে তিনি গ্রামের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। এরআগে তিনিঅভয়নগরে সরকারি কোয়ার্টারে থাকতেন।বুধবার (১৭ জুন) সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকে তার করোনাপজেটিভ ফলাফল আসে।মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডা. অনুপ কুমার বসু এই তথ্য নিশ্চিত করেছেন।
এই নিয়ে মণিরামপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। যারমধ্যে১১ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।ডা. অনুপ বলেন, গত রোববার (১৪ জুন) মণিরামপুর হাসপাতাল থেকে নয় জনেরনমুনা সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়েরজেনোম সেন্টারে পাঠানো হয়। তারমধ্যে বুধবার মনিরুজ্জামান মুকুলের পজেটিভরিপোর্ট আসে।বুধবার সকালে মোবাইল ফোনে মুকুল জানান, জ¦রে আক্রান্ত হয়ে দুই সপ্তাহআগে গ্রামের বাড়িতে চলে আসেন। পরে করোনা টেস্ট করানোর জন্য গত রোববার মণিরামপুর হাসপাতালে এসে নমুনা দেন তিনি। যে দিন নমুনা দিয়েছেন সেইদিনও তার শরীরে জ¦র ছিল না। এখন তিনি সুস্থ আছেন।