উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো : যশোরের কেশবপুরের বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের উদ্যোগে ও বিবেকানন্দ
হিউম্যান সেন্টার ইংল্যান্ড সদস্যদের অর্থায়নে বুধবার শতাধিক দরিদ্র ও মধ্যমশ্রেণির পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যেছিল চাল, ডাল, মুড়ি, লবণ, সাবান, খাবার স্যালাইন, মশার কয়েলসহ নগদ অর্থ।বিতরণকালে উপস্থিত ছিলেন, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতাসভাপতি রমেশ চন্দ্র দত্ত, সভাপতি অচিন্ত্য কুমার সেন, প্রতিষ্ঠাতা সাধারণস¤পাদক পলাশ সিংহ, সাধারণ স¤পাদক কুমার জ্যোতি বিশ্বাস, সাবেক সাধারণ স¤পাদক প্রভাষক কুন্তল বিশ্বাস প্রমুখ।