চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা পৌরসভার ৬ নংওয়ার্ডের ঋষিপাড়া মহল্লাকে রেড জোন ঘোষনা করায় ওই মহল্লাকেউপজেলা প্রশাসন, পৌরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার লকডাউনঘোষনা করেন। লকডাউন ঘোষনার পাশাপাশি মহল্লার বেশ কিছুগুরুত্বপূর্ণ সড়ক ও গলি পথে বাঁশ বেধে চলাচল বন্ধ করা হয়। গুরুত্বপূর্ণস্থানে ঋষিপাড়া মহল্লাকে লকডাউন করা হয়েছে লেখা ফেষ্টুন দেখা গেলেওমানুষকে ঘরে থাকতে দেখা যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ হতেলকডাউন এলাকার সড়ক গুলোতে মঙ্গলবার আনছার সদস্যদের উপস্থিতি দেখাগেলেও বুধবার সারা দিন তাদের দেখা মেলেনি। এর ফলে ঋষিপল্লীতেবসবাসরত সব পেশার মানুষকে সকাল হতেই বাড়ি থেকে বের হতে দেখাগেছে, এমনকি অন্য এলাকার মানুষ সেখানে প্রবেশ করতেও দেখা যায়।নাম প্রকাশ না করার শর্তে মহল্লার এক গরু ব্যবসায়ী বলেন, বাড়িথাকলে কি ভাবে সংসার চলবে, তাই ভিন্ন পথ দিয়ে বাড়ি থেকে বেরহয়েছি। ঋষিপল্লীতে প্রবেশ করা এক ব্যক্তি বলেন, গত ৩ দিন বাড়িতেছিলাম না, আজ বাড়িতে এসেছি, বাড়ি না গেলে যাব কোথায় ? এ
দিকে লকডাউন এলাকার মধ্যে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান পড়ে[ছে সেগুলোও খোলা রাখা হয়েছে। লকডাউন যদি কঠোর ভাবে পালন করা না হয় তাহলে এর খেসারত সকলকেই দিতে হবে এমনটি বলছেন সচেতন মহল।