(নড়াইল জেলা) প্রতিনিধি ॥ নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় নব নির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে স্থানীয়
সরকার প্রকৌশল অধিদপ্তর নড়াইলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনেরচাবি জেলা প্রশাসক আনজুমান আরার কাছে হস্তান্তর করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে জেলা পরিষদেরচেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, স্থানীয় সরকার অধিদপ্তরনড়াইলের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমাদ্দার,জেলা আওয়ামীলীগেরসভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদরানা, সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কৃষ্ণা রায়, বীরমুক্তিযোদ্ধা মোঃহুমায়ুন শরীফ, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস,এমতিন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিতছিলেন।সূত্রে জানা যায়, দু’কোটি নয়লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ ভবন নির্মাণ করেছে।