স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের হুদা জগমোহনপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে শিমুল হোসেন নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি ঐ গ্রামের মৃত মোদাচ্ছের মাস্টারের ছেলে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, আজ বুধবার দুপুরে বৃষ্টির সময় শিমুল বাড়ির ছাদে ছাতা নিয়ে , কবুতর দেখতে উঠেছিল। ছাদে কবুতরের ঘরে ছাতা হাতে নিয়ে উঠায়, অসাবধানতা বশত পাশেই বিদ্যুতের তারে হাতে থাকা ছাতার স্পর্শে শিমুল গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত যশোর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এব্যাপারে ইছালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হারুন উর রশিদ জানান , খোজ নিতে আমি ঘটনাস্হলে আসছি। বেলা একটার দিকে তার বাড়িতে এ ঘটনা ঘটেছে। শিমুল এসিআই কোম্পানীতে চাকুরী করতো। তিনি দুই কন্যা সন্তানের জনক। লাশের সুরাতহালের ব্যাপারে স্হানীয়দের সাথে কথা বলে ব্যবস্হা নেয়া হবে।