নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালী দশমিনা উপজেলা সাব পোস্ট অফিস ভবনটি ১৯৮৫ সালে নির্মান করা হয়। অফিস ভবন নির্মানের পর বিগত ৫ বছর পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করে আসছে পোস্ট মাস্টার সহ ৬ জন কর্মচারী। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পরে এবং ভবনের বিভিন্ন স্থানে দেখা যায় ফাটল ও ছাদ থেকে ভেঙ্গে ভেঙ্গে টুকরো পড়ছে।
উপজেলা পোস্ট মাস্টার মোঃ কাজী ইউসুফ বলেন,এই ভবনটি ১৯৮৫ সালে নির্মান করা হয়। বর্তমানে অফিস পরিচালনা করছি ৮জন সহ ২জন আছেন উদ্যাক্তা। সামান্য বৃষ্টি হলেই ছাদ গেমে পানি পরে এবং মাঝে মধ্যে ছাদ থেকে প্লাস্টারের টুকরা ফোরে পরে। তিনি আরও বলেন, গত বছর উপরস্থ কর্মকর্তাদের মাধ্যমে ভবনটির ৩৬ হাজার টাকার সংস্কারের কাজ করার পরও তাতে কিছুতেই কিছু হচ্ছে না। অফিস চলাকালিন সময় প্রায়ই ছাদের অংশ বিশেষ পড়তে দেখা যায়। আমরা ভয়ে ভয়ে কাজ করছি। নতুন ভবনের জন্য এবং ভবনের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিস্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ভবনটি অতি পুরাতন তাই সংস্কার নয় নতুন ভবন দরকার। উপজেলা ডিজিটাল পোস্ট অফিসের উদ্যাক্তা মোঃ মাহমুদুল হক সজিব জানান ,আমি ৪ বছর হয় হয় দায়িত্বে আছি। বর্তমানে ১৫টি মতো কম্পিউটার আছে, সামান্য বৃষ্টি হলে ছাদ গেমে পানি পরে এবং ছাদ থেকে প্লাস্টার এর টুকরো নিচে পরে এরই মধ্যে আমার ৩-৪টি কম্পিউটার পানি পরে নষ্ট হয়ে গেছে। বর্তমানে ভবনটি যত দ্রুত সম্ভব নির্মান করা দরকার। তা না হলে আমাদের প্রানের ঝুকি রয়েছে। পটুয়াখালী জেলার ডিজিটাল পোস্ট অফিস দক্ষিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ মুসা মুঠো ফোনে বলেন, দশমিনা উপজেলা ডিজিটাল পোস্ট অফিস ভবনের টেন্ডার হয়েছে বর্তমানে করোনা ভাইরাস এর কারনে কাজ শুরু হচ্ছে না।