প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাজুকে হত্যা মামলার আসামি করায় নড়াইল সড়কের ওপর ঘন্টাব্যপি মানববন্ধন

0
323

(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক শাহজাহান সাজুকে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে ও মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (১৮জুন) সকালে লোহাগড়া উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও লোহাগড়া থানার ওসির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। শাহজাহান সাজু দৈনিক মানবজমিন ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।
উপজেলা পরিষদের সামনে লোহাগড়া-নড়াইল সড়কের ওপর ঘন্টাব্যপি মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান, লোহাগড়া পৌরসভার কাউন্সিলর গিয়াস উদ্দিন ভুঁইয়া, পৌর ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মো: ইদ্রিস শেখ, সমাজ সেবক শেখ কামরুল ইসলাম, শেখ জহিরুল ইসলাম, বুলবুল আহম্মেদ ও রাহিদ খান প্রমুখ। বক্তারা সাজুকে হত্যা মামলার আসামি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here