যশোর : যশোরের বাগআঁচড়ায় করোনা পজেটিভ হওয়ার সংবাদ পেয়ে পালিয়েছে ওই রুগি।
সে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১এর বাগআঁচড়া সাব জোনাল অফিসের একজন নিরাপত্তা প্রহরী (৫০)।অফিসের পাশে পরিবার পরিজন নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন।খুলনার ফুলতলার বাসিন্দা ওই ব্যক্তি অসুস্থতার কথা গোপন করে নিজ গ্রামে গেছেন বলে ধারনা করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।
বৃহস্পতিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই তিন জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছি বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
আক্রান্তরা হচ্ছেন,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১এর বাগআঁচড়া সাব জোনাল অফিসের একজন নিরাপত্তা প্রহরী (৫০) অপর দু’জনের একজন নারী(৩৮) অপরজন পুরুষ (৬০) বাড়ি বেনাপোল কলেজ পাড়ায়।
করোনা আক্রান্ত দুই জনই স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন।ওই এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান ইউসুফ।
এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জন।এর মধ্যে ১৫ জন চিকিৎসাধীন আছেন এবং ১২জন সুস্থ্য হয়েছেন।