যশোর ঝুমঝুমপুর বিসিক এলাকা থেকে ১৫ লাখ টাকা মূল্যের ট্রাক চুরির এজাহার দায়ের

0
320

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বিসিক সবুজ ক্যান্টিনের অদূরে ফিরোজ মেটালের সামনে থেকে ১৫লাখ টাকা মূল্যের একটি ট্রাক চুরির ঘটনায় বুধবার কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ এজাহার পেয়ে চুরির বিষয়টি খতিয়ে দেখছে।
যশোর সদর উপজেলার চান্দেও মোড়ের মৃত আলা উদ্দিনের ছেলে জালাল উদ্দিন বুধবার কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে বলেন, মঙ্গলবার সকালের দিকে তিনি তার (ঢাকা মেট্টো ট-১৮-৩১১৮) নাম্বারের ১৬১৫ ট্রাক যার মূল্য ১৫লাখ টাকা বিসিক সবুজ ক্যান্টিনের অদূরে ফিরোজ মেটালের সামনে রেখে বাড়িতে যায়। পরে ট্রাকের কাছে দেখে যেখানে রাখা ট্রাকটি সেখানে নাই। সংঘবদ্ধ চোর দিনের বেলায় ট্রাক চুরি করে সটকে পড়ে। অনেক খোঁজাখুজির পর ট্রাক না পেয়ে বুধবার কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করে। এজাহার পেয়ে কোতয়ালি মডেল থানার এসআই হাসান তদন্ত শুরু করেছেন বলে থানা থেকে জানাগেছে। তবে এই রিপোর্ট লেখা পযর্ন্ত চুরি যাওয়া ট্রাক উদ্ধার করতে পারেনি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here