হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : করোনার থাবায় থমকে আছে গোটা বিশ্ব। অনাকাঙ্খিত মৃত্যুর মিছিলে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন প্রাণ। শহর থেকে গ্রাম- সব স্থানেই মানুষের অসতর্কতায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। অসতর্কভাবে চলছে গ্রামের মানুষদের প্রত্যাহিক কার্যক্রম। অসচেতনতা, কুসংস্কারসহ নানা কারণে মানুষ মানছে না স্বাস্থ্যবিধি।
রাজগঞ্জ বাজার ঘুরে দেখাযায়, প্রতিদিন বাজারে মানুষের উপস্থিতি অনেক। প্রায় কেউই মানছে না স্বাস্থ্যবিধি। পাশাপাশি বসে আড্ডায় ব্যস্ত সবাই। চায়ের দোকানেও দেখা গেছে একই অবস্থা। যেখানে অনেকেরই নেই মাস্ক কিংবা হ্যান্ড গ্লাভস।
মাস্ক ছাড়াই অনেক দোকানদার দোকানদারী করছে। এদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে রাজগঞ্জ বাজারের একজন সবজি বিক্রেতা বলেন- কি করবো, বাজারে না এসে পারা জাচ্ছে না। অভাবের সংসার।এক চা দোকানদার বলেন- বেচাকেনা বেশি হচ্ছে না। কোনো রমক বাজার খরচটা হচ্ছে। দেখাগেছে, যারা কেনাবেচা করছে তাদের মধ্যে অনেকের মাস্ক মুখে নেই। সবাই যেনো নিজের ইচ্ছাই চলাফেরা করছে। এতে করে রাজগঞ্জ বাজারে ঝুঁকি বাড়ছে।
এলাকার বিশিষ্ট জনদের মতে, সারাদেশের মত রাজগঞ্জ বাজারেও সরকারি নিয়মনীতি মেনে চলাটাও বর্তমান সময়ে খুবই জরুরি। তাই আমাদের এখনই সচেতন হতে হবে। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগের মাধ্যেমে সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাই প্রশাসনের কঠোর ভূমিকা রাখাটা অতীব জরুরী।