হারিয়ে যাওয়া ৫ শতাধিক মোবাইল উদ্ধার করেছেন সাতীরার এক পুলিশ কর্মকর্তা

0
334

সাতক্ষীরা প্রতিনিধি ঃ হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫ শতাধিক মোবাইল উদ্ধার করেছেন সাতীরার এক পুলিশ কর্মকর্তা। আর এ সব মোবাইল ফোন উদ্ধার করে সাতীরাবাসীর হৃদয় জয় করে নিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃৃত মালিকদের হাতে তুুুলে দিয়ে তিনি তার নিজ দায়িত্ব পালন করেছেন বলে তিনি জানান। বৃহস্পতিবারও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ১৫ টি মোবাইল উদ্ধার করে সকাল ৯ টা হতে বেলা ১১ টা পর্যন্ত তার কার্যালয় থেকে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ছেন। উদ্ধারকৃত এই সমস্ত মোবাইল ২০১৯ এবং ২০২০ সালের বিভিন্ন সময়ে সাতীরা জেলার বিভিন্ন জায়গা থেকে হারিয়ে ও চুরি হয়ে যায়। তিনি সাতীরায় যোগদানের পর থেকে এ পর্যন্ত ৫ শতাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছেন। আর মোবাইল ফোন গুলি সাতীরা, যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী ও চট্টগ্রাম জেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, করোনা সংক্রমণজনিত পরিস্থিতির কারণে মোবাইল ফোন উদ্ধার কাজ কিছুটা বিঘিœত হচ্ছে। তবে, হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংরণ করা হচ্ছে। তিনি এ সময় মোবাইল হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল মালিকদের তাদের মোবাইল উদ্ধারের ব্যাপারে আশাবাদী হওয়ার এবং যারা এখনো জিডি করেননি তাদের মোবাইলের সকল তথ্য, ঘটনার সময় ও তারিখ উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here