জসিম উদ্দিন, শার্শা প্রতিনিধি : কিডনির রোগে আক্রান্ত হয়ে যশোরের শার্শায় তাজমিরা খাতুন (১০) নামে একজন মৃত্যু হয়েছে। মৃত তাজমিরা শার্শার চটকাপোতা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে ও সাংবাদিক ইকরামুল ইসলামের মামাত বোন।
শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক ইকরামুল ইসলাম জানান, ৭বছর আগে তাজমিরার কিডনির সমস্যা ধরা পড়ে । এর পর তার পরিবার তাকে নিয়ে ভারতের পিয়ারলেস হাসপাতালে চিকিৎসা করাতো। কিন্তু হঠাৎ মহামারি করোনা ভাইরাসের কারনে ভারতে চিকিৎসা হতে পারেনি প্রায় চার মাস।
গত ৫ দিন আগে তাজমিরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন সেখানকার কর্মরত ডাক্তার।
খুলনায় নেওয়ার পর তার অবস্থা আরো খারাপের দিকে গেলে সেখান থেকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল তার । সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে সে শেষ নি:শ্বাস ত্যাগ করে।