কেশবপুরে লাল ফিতা দিয়ে এলাকা লকডাউন

0
326

উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো : যশোরের কেশবপুরে লাল ফিতা দিয়ে রেড জোন এলাকা চিহিৃত করে লকডাউন করা হয়েছে। কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা নেতৃত্বে শুক্রবার লাল ফিতা দ্বারা রেড রোজ এলাকা সমূহ চিহিৃত করা হয়েছে। কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উপজেলা ভূমি অফিস থেকে কালী মন্দির হয়ে অনন্ত সড়ক দিয়ে সাহাপাড়া। সাব রেজিষ্ট্রি অফিস হয়ে মন্টু সাহেবের বাড়ি পর্যন্ত, অনন্তসড়ক ,সোনাপট্টি, গমপট্টি, পাঁজিয়া সড়কের পুরাতন ব্রীজ, মেহের মার্কেট, পিনুর মোড় হতে নোনা মেটেলের মসজিদ পর্যন্ত,পুরাতন পাম্পের পিছন হতে সুইসগেট পর্যন্ত, খ্রীষ্টান মিশন হতে ডাকনাম ভবানীপুর পর্যন্ত, হেলথ কেয়ার এর পরের বাড়ি হতে উত্তর দিক রবিউলের বাড়ি পর্যন্ত লাল ফিতা দ্বারা রেড জোন হিসাবে চিহিৃত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here