খাজুরায় প্রবীণ শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুল গণির মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
387

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় প্রবীণ শিক্ষক ও মুক্তিযোদ্ধা আব্দুল গণি (৮৩) মৃত্যুবরণ করেছেন। তিনি স্থানীয় জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। চাকুরীর সুবাধে দীর্ঘদিন যাবৎ ইউনিয়নের যাদবপুর গ্রামে বসবাস করতেন।
তার ছেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহকারী সিনিয়র সচিব সাজেদুর রহমান সবুজ জানান, গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। এদিকে, শুক্রবার দুপুরে যাদবপুর ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর আগে বাঘারপাড়া উপজেলা প্রশাসন গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাতসহ পুলিশের চৌকস দল। যাদবপুর ঈদগাহের জানাযায় উপস্থিত ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আব্দুর রাজ্জাক, বাঘারপাড়া উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সালেক, জহুরপুর ইউনিয়নের সাবেক কমান্ডার রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আলতাফ হোসেন, সরোয়ার হোসেন, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। এদিন আসর বাদ দিঘারপাড়ায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here