চৌগাছা ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী করোনা সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

0
351

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক মাসব্যাপী চলা নানা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চৌগাছা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল দশটার দিকে স্বাধীনতা ভাস্কার্য মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পরপরই ফাউন্ডেশনের পক্ষ হতে সড়কে চলাচলরত পথচারীসহ নানা শ্রেনী পেশার মানুষের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরনের পাশাপাশি যে সকল ব্যক্তি মুখে মাস্ক ছাড়া বাজারে এসেছেন তাদেরকে মাস্ক পরিয়ে দেয়া ও প্রত্যেকের হাতে জীবানুনাশক স্প্রে করেন। ফাউন্ডেশনের মুখপাত্র ও যশোর গেজেট পত্রিকার সম্পাদক মাসুদ পারভেজ বলেন, করোনা ভাইরাস সম্পর্কে মানুষ এখনও বেশ অসচেতন। মূলত সমাজের সব শ্রেনীর মানুষকে করোনা সম্পর্কে সচেতন করাই ফাউন্ডেশনের মূল লক্ষ ও উদ্যোশ্য। সেই লক্ষ নিয়ে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। এ সময় মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যাপক ড. আব্দুস শুকুর, রিপোর্টার্স কাবের সিনিয়র সহ সভাপতি এম হাসান মাহমুদ, শিক্ষক কামারুল ইসলাম, বিএম রাজু, মহিবউল্লাহ, শাহাবুদ্দিন, এহেসান আহমেদ অভি, হাসিবুজ্জামান আকাশ, মিথুন রায়, স্বাধীন আহমেদসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here