নড়াইলের প্রীতি বিশ্বাসের স্বপ্ন পূরণ হবে কি

0
298

(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মালিহাট গ্রামের হত দরিদ্র পরিবারের সন্তান প্রীতি বিশ্বাস অদম্য চেষ্টায় গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রীতির এ সাফল্যের জন্য স্কুলের শিক্ষক এবং পরিবারের ব্যাপক অবদান রয়েছে। প্রীতি একজন মেয়ে হয়েও লেখাপড়ার ফাঁকে ফাঁকে মাঠে ধানের চারা তোলা, ফসল নিড়ানো, পাটের আঁশ ছাড়ানোসহ ইত্যাদি শ্রমজীবী কাজে বাবা-মাকে সাহায্য করে থাকে। অর্থের অভাবে ভালো কোনো পোশাক পরতে পারেনি। ভালো পরিবেশও পায়নি। কোনো বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে স্পেশালভাবে প্রাইভেট পড়তে পারেনি। সবকিছু সামলিয়ে বাড়ি থেকে ১২ কিলোমিটার রাস্তা বাইসাইকেলে গিয়ে স্কুল করেছে। সে জানায়, বিদ্যালয়ের শিক্ষকরা ব্যাচে আমাকে ফ্রি পড়িয়েছেন। আমি ডাক্তার হতে চাই। এ জন্য ভালো কলেজে পড়ার দরকার। কিন্তু বাবা-মা অর্থের অভাবে স্থানীয় একটি কলেজে ভর্তি হবার কথা বলেছেন। শেষ পর্যন্ত অর্থের কাছে হয়তো বা হার মানতে হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here