(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইলে করোনা আক্রা’ন্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার ১৯ জুন সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
করোনায় আক্রা’ন্ত নড়াইল পৌরসভার কুড়িগ্রামের রাশেদুল ইসলাম ও লোহাগড়া উপজেলার কো*টাকোল গ্রামের মিজানুর রহমান তাদের নিজ নিজ বাসায় আই*সোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন। নড়াইল পৌরসভার রাশেদুল ইসলাম খুলনায় এক ডাক্তারের প্রাইভেট গাড়ীর ড্রাইভার। অ*সুস্থ্য অবস্থায় ১২জুন নড়াইলে তার বাড়ীতে আসে এবং ১৫ তারিখে নমুনা প্রদান করে। অপর দিকে মিজানুনের বাড়ী কোটাকোল হলেও লোহাগড়া বাজারে বাসা বাড়ীতে বসবাস ও দেশ ট্রাভেলসে চাকুরী করেন। তিনি সেখান থেকে সং’ক্রামিত হয়েছে বলে জানিয়েছেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর কর্মকর্তা ডাঃ মোঃ সাহাবুবুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ নিয়ে জেলায় সর্বমোট ১০জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ সর্বমোট ৭৩ জন করোনায় আক্রা’ন্ত হয়েছেন। এর মধ্যে ৮চিকিৎসকসহ ২৩জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন এবং দুইজন মা*রা গেছেন।