পালকের সেবামূলক কর্মকান্ড তালার লক্ষনপুর মিশনের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর অভিযোগ

0
371

তালা প্রতিনিধি : তালা উপজেলার লক্ষনপুর এসডিএ মিশনের পালক মিশনের উন্নযনের পাশাপাশি সমাজসেবামূলক একাধিক কর্র্মকান্ড পরিচালনা করছেন। তার কর্মকান্ডে øোকার শিশুরা শিক্ষায় উন্নতী করছে এবং পরিবেশগত দিক উন্নয়ন হচ্ছে। এতে অবৈধ স্বার্থ উদ্ধারে ব্যর্থ হওয়ায় মিশন ও মিশনের পালকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নানাবিধ অপকর্মের কারনে মিশনের সদস্য পদ থেকে বহিস্কৃত হওয়ায় ক্ষিপ্ত হয়ে নব সরকার ও তার ছেলেরা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে বলে মিশনের পালক শংকর সরকার অভিযোগ করেন। শংকর সরকার জানান, প্রায় ১০ বছর আগে তিনি এই মিশনের পালক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এরপর থেকে নিরলস পরিশ্রম করে মিশনের অবকাঠামো উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, খ্রীষ্টান ধর্মালম্বীদের মিশনের বিভিন্ন কাজে ও প্রার্থনায় নিয়োমিত আনানো সহ সদস্যদের সুযোগ সুবিধা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এরফলে মিশনের ভাবমূর্তী এখন অনেক উজ্জল হয়ে উঠেছে। কিন্তু মিশন’র ভবন থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ সরানোর জন্য বিদ্যুৎ বিভাগ নির্দেশ দিলে সেই নির্দেশনা বিধি মোতাবেক পালন করতে বিপাকে পড়ে পালক শংকর সরকার। চার্চের পালক শংকর সরকার, এলডার চিত্তরঞ্জন সরকার, মন্ডলীর সদস্য সুকুমার সরকার, জ্ঞানেন্দ্র সরকার, অসিমা সরকার, অরুনা সরকার ও ধীরেন সরকার সহ একাধিক সদস্যরা জানান, মিশনের সদস্য নব সরকার ও তার ছেলেরা অবৈধ বিদ্যুৎ সুবিধা না পেয়ে নানান ষড়যন্ত্র শুরু করে। এছাড়া মিশনে আসা অন্য পালকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে বিরোধ সৃষ্টি করা, সাউথ বাংলাদেশ মিশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারীকে অপমানিত করা, মন্ডলীতে নিয়োমিত অংশগ্রহন না করে মন্ডলী বিরুদ্ধে ষড়যন্ত্র করা, ধর্মীয় নীতি অবমাননা করা এবং বিভিন্ন ব্যক্তিকে হয়রানী করায় মিশনের সকল সদস্যরা নব সরকারকে তার পদ থেকে বহিস্কার করেন। এতে নব সরকার ও তার ছেলেরা ক্ষুব্ধ হয়ে বর্তমানে মিশনের পালক শংকর সরকার’র সহ মিশনের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য মিশন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করে। এছাড়া সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার সহ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নব সরকারের এমন অপপ্রচার ও ষড়যন্ত্রের ঘটনায় মিশনের সকল সদস্যদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ সদস্যরা অতিদ্রুত নব সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য মিশনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here