স্টাফ রিপোর্টার : যশোরে জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে শুক্রবার এক জনের মৃত্যু হয়েছে। এই রোগীর নাম জিয়াউর রহমান(৩৭)। (যবিপ্রবি) থেকে আসা জেলায় নতুন করে ১৪টি নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে৷
জিয়াউর রহমান যশোর জেলার শার্শা উপজেলার বনিপুড়া গ্রামের আশরাফ আলীর ছেলে৷ জিয়াউর রহমান আজ শুক্রবার ভোর ৩টা ২০মিনিটে ভর্তি হয় মেডিসিন ওয়ার্ডে৷ করোনা উপসর্গ থাকায় মেডিসিন বিভাগের চিকিৎসক হাসপাতালের আইসোলেশন ইউনিটে রের্ফার করেন সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ শুক্রবার বিকাল ৩টা ৩৫মিনিটে করতব্যরত চিকিৎসক মৃৃৃত্যু নিশ্চিত করেন৷ হয়েছিলেন। বোন জামাই সোহান জানায়, জিয়াউর রহমান বৃৃৃহস্পতিবার রাতে ভাত খেতে খেতে মাথা ঘুরে ষ্টোক করার মত অবস্থা হয়৷ এরপর আমরা শুক্রবার ভোর সাড়ে তিন টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এনে ভর্তি করি৷ চিকিৎসাধিন অবস্থায় জিয়াউরের গায়ে ১০৬জ্বর উঠলে করতব্যরত চিকিৎসক আজ শুক্রবার দুপুরে আইসোলেশান ওয়ার্ডে রের্ফার করে কিছু সময় পরে জিয়াউরের মত্যু হয়৷ যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহম্মেদ বলেন, ‘মৃত একজনের শরীর থেকে করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, একারণে স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়৷ করোনা সন্ধেহ হওয়ায় আইসোলেশানে পাঠিয়ে দেওয়া হয়৷ তার পর পরই মারা যায়৷ জেলার সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃৃত্যুর সত্যতা নিশ্চিত করেন এবং স্বাস্থ্য বিধি মেনে এক ব্যাক্তির দাফন করার দিক নির্দেশনা দেওয়া হয়েছে৷ তিনি বলেন (যবিপ্রবি) থেকে আসা জেলায় নতুন করে ১৪টি নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে৷