কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার : যশোর – খুলনা মহসড়কের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ির পাশে আজ (শনিবার) সকাল ৬টায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- স্থানীয় রাজঘাট সাভারপাড়া গ্রামের দবির শেখ এর ছেলে মনিরুল ইসলাম(৪৩) এবং ফুলতলার খানজাহানপুর গ্রামের মালেক বিশ^াসের ছেলে মিজানুর রহমান বিশ^াস (৪৫)। আর আহত জনের নাম ইনামুল ইসলাম(১৮) সে যুগ্নিপাশা গ্রামের আশরাফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শি ও নওয়াপাড়া ফায়ার স্টেশন সূত্রে জানাগেছে, খুলনাগামী বালি পরিবহন ট্রাক(ঝিনেইদহ-ট-১১০১৫৬) বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা তিনজন গুরুতর আহত হয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানা গেছে, আহত মনিরুল ইসলাম ও মিজানুর রহমান চিকিৎসারত অবস্থায় মারা গেছেন এবং ইনামুল ইসলাম চিকিৎসাধীন রয়েছে।