নড়াইলে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু, নতুন করে হাইওয়ে পুলিশের দুসদস্যসহ আরো ৮জনের করোনা শনাক্ত

0
315

(নড়াইল জেলা) প্রতিনিধি ॥ নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিমল কুমার রায় (৬০) এবং কার্ত্তিক সরকার (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। বিমল রায় শনিবার (২০জুন)
সকালে নিজ বাড়িতে এবং কার্ত্তিক সরকার শুক্রবার সন্ধ্যায় খুলনা মেডিকেলকলেজ হাসপাতালে মারা যান।স্থানীয় ইউপি সদস্য কোবাদ মোল্যা জানান, কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামেকরোনা উপসর্গ নিয়ে মৃত বিমল রায়ের ছেলে বৈদ্যনাথ রায় সাতক্ষীরায় যমুনাব্যাংকে চাকুরী করেন। পনের দিন আগে তিনি করোনা উপসর্গ নিয়ে পুরুলিয়াগ্রামে নিজ বাড়িতে আসেন। সুস্থ্য হয়ে তিনি কর্মস্থলে ফিরে যান। এরপর থেকেতার বাবা বিমল রায়ের মধ্যে জ¦র, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয়। করোনা উপসর্গনিয়ে শনিবার সকাল সাড়ে ৬টায় বিমল রায় নিজ বাড়িতে মারা যান।এছাড়া করোনাউপসর্গ নিয়ে একই গ্রামের কার্ত্তিক সরকার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
শুক্রবার সন্ধ্যায় মারা যান।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,মৃত বিমল রায়ের করোনা পরীক্ষারজন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শনিবার দুপুরে বিমলরায়ের সৎকার করা হয়েছে।নড়াইলের সিভিল সার্জন ডা: মো: আবদুল মোমেন জানান, তুলারামপুর হাইওয়েপুলিশ ক্যাম্পের দুসদস্যসহ ৮জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনিবার(২০ জুন) পর্যন্ত জেলায় হাইওয়ে পুলিশের ১৬জন সদস্য,৮জন ডাক্তারসহ মোট৮১জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে ৮চিকিৎসকসহ ২৩জন ইতিমধ্যে সুস্থ্য
হয়েছেন এবং দুইজন মারা গেছেন।সিভিল সার্জন আরো জানান,নতুন আক্রান্তদেরমধ্যে তুলারামপুর হাইওয়ে পুলিশের দুই সদস্যকে পুলিশ ক্যাম্পে এবং অন্যদেরনিজ নিজ বাসায় হোম আইসোলেশনে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here