কালীগঞ্জে শিপন কম্পিউটারে চুরি দুই চোর গ্রেফতার মালামাল উদ্ধার

0
314

কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে শিপন কম্পিউটারে চুরির ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে জনি মন্ডল ও কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের পলাশ মন্ডলের স্ত্রী ময়না বেগম।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার জানান, শনিবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে এজারহারভুক্ত আসামী জনি মন্ডল(২১) ও ময়না বেগম (৩৭) কে গ্রেফতার করে। সেসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক শিপন কম্পিউটার থেকে চুরি হওয়া নগদ ৭৪ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন এবং দোকানের তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত লোহার ছোট লিবারসহ চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বর্তমান ঠিকানা কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরের বসতবাড়ি থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here