সাতক্ষীরা প্রতিনিধি ঃ খুলনায় ডা. আব্দুর রাকিব খানের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলার স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার ও কর্মচারীরা।
রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাঃ আব্দুর রাকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচী পালনকালে ডাক্তার রাকিবের সম্মানে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এসময় তারা বলেন, রাকিব হত্যার সাথে জড়িতদের সবাইকে গ্রেফতার করে দ্রুত আইনে সোপর্দ করতে হবে। প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. রুহুল কুদ্দুস, ডা. শঙ্কর প্রসাদ, ডা. মানস কুমার মন্ডল এবং সব সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা।