নড়াইলে করোনা উপসর্গে একজনের মৃত্যু

0
284

(নড়াইল জেলা) প্রতিনিধি : করোনা উপস’র্গে নড়াইলের সদর উপজেলার আউডিয়া ইউনিয়নের নাকসী গ্রামে মঞ্জুরুল ইসলাম এর (৪৫) মৃ*ত্যু হয়েছে। তিনি একই গ্রামের সাইদ শেখের পুত্র। নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে প’ড়লে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের প্রতিবেশী এবং আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মল্লিক জানান, মঞ্জুরুল ইসলাম কয়েক দিন আগে নারায়নগঞ্জ থেকে নড়াইল আসে। সে প্রাণ গ্রুপে গাড়ীর চালক পদে কর্মরত ছিলেন। বাড়ীতে আসার পর থেকে তার স*র্দি কা’শিতে দেখা দেয়। শনিবার বিকেলে তার অবস্থা খারাপ হলে তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যুশনিবার (২০ জুন) হয়। মঞ্জুরুলসহ জেলায় মোট ৬জন করোনা উপস*র্গে মা*রা গেলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here