কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার খাদ্য গুদামে রবিবার দুপুরে প্রান্তিক কৃষকদের(শুধু মাত্র তালিকা ভূক্ত) নিকট থেকে বরো ২০২০ মৌসুমের ধান ক্রয়ের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু , উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আসাদুল হক , ওসিএলএসডি সেলিম রেজা , পৌর আ”লীগের নেতা ও পৌর কাউন্সিলর ফারক হোসেন , নিরাপত্তা প্রহরী আব্দুর শুকুর উপস্থিত ছিলেন ।
গত ১৫ জুন ১৩৮১৭ জন কৃষকের আবেদনের বিপরিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্বচিত ১৭১৯ জন কৃষকের নিকট থেকে ১মেঃ টন করে মোট ১৭১৯ মেঃটন ধান ক্রয় করবে উপজেলা প্রশাসন ।