ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

0
321

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা এলাকা সহ হরিণাকুণ্ডু বাজার ও হাট, বেল্টুর মোড় , কুলবাড়ীয়া বাজার , সাতব্রীজ বাজার , ভবানীপূর পড়োবটতলা , কালীতলা বজার ও, বাজার ও হাটে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাচতে সরকারী বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা , নচিমন ও ইজিবাইকে অতিরিক্ত যাত্রী বহন করা , মাস্ক পরিধান না করা সহ বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস।
এসময় হরিণাকুণ্ডু হাট ও ভবানীপূর হাট ভেঙ্গে দেওয়া হয় এবং হরিণাকুণ্ডু বাজারে রাসেল টেডার্স নির্ধারিত সময়ের পরে খোলা রাখার দায়ে ১ হাজার টাকা , পেট্রোল বিক্রেতা আব্দুল আলীম ও ঝন্টু আলীকে ৪ শত টাকা এবং ভবানীপূর বাজারে জনৈক ব্যক্তিকে মাস্ক পরিধান না করার দায়ে ২শত টাকা জরিমানা করা হয় ।
এসময় ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস জনসাধারণকে অদৃশ্য এই ভাইরাসের হাত থেকে বাচতে বিভিন্ন করণীয় বিষয়ে সচেতন করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here