মণিরামপুরে জুটমিল কর্মকর্তা ও গাড়ি চালক করোনা আক্রান্ত

0
341

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর ॥যশোরের মণিরামপুরে নতুন করে দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের একজন
অভয়নগরের নওয়াপাড়া জুট মিলের সহকারী প্রডাকশন অফিসার এবং অপরজনমাইক্রোবাস চালক। মঙ্গলবার (২৩ জুন) সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকেতাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।আক্রান্ত মিল কর্মকর্তার বাড়ি উপজেলার কাশিমনগর গ্রামে এবং মাইক্রোবাসচালকের বাড়ি বালিয়াডাঙা খানপুরে। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরচিকিৎসক মুসাব্বিরুল ইসলাম রিফাত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,মঙ্গলবার মণিরামপুরে দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত দুইব্যক্তির নাম মোফাজ্জেল হোসেন (৫০) ও আব্দুস সোবহান ড্রাইভার (৪৫)।এই নিয়ে মণিরামপুরে করোনা আক্রান্ত রোগির সংখ্যা ১৮। তাদের মধ্যে ১১ জনসুস্থ হয়েছেন। বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।আক্রান্ত মোফাজ্জেল হোসেন মঙ্গলবার মোবাইল ফোনে জানান, তিনি অভয়নগরেরনওয়াপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। ১০ জুন থেকে তার জ্বর জ্বর অনুভব হয়। এরপর
কাঁশি শুরু হয়। গত ৮ দিন আগে তিনি কাশিমনগরে গ্রামের বাড়িতে চলেআসেন। এরপর রোববার (২১ জুন) মণিরামপুর হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষারজন্য নমুনা দেন। মঙ্গলবার সকালে মোবাইল ফোনে জানানো হয় তিনি করোনাআক্রান্ত। মোফাজ্জেল হোসেন বলেন, গত দুই দিন ধরে হালকা জ্বর ও কাঁশি আছে।বাড়িতে আসার পর থেকে আমি আলাদা ঘরে থাকছি।এদিকে করোনা আক্রান্ত সোবহান ড্রাইভার বলেন, অনেকদিন ধরে কাঁশি হচ্ছে।কয়দিন আগে গাড়ি ধুয়েছি। এরপর জ্বর আসে। রোববার (২১ জুন) হাসপাতালে
গেলে ডাক্তাররা নমুনা নেয়। পরে খবর আসে আমি করোনা আক্রান্ত। খবর আসার পরথেকে আলাদা ঘরে থাকছি। দুটো মেয়ে আছে। এই খবর শুনে তারা খুবকান্নাকাটি করছে। এখন হালকা কাঁশি আছে কিন্তু জ্বর নেই।মণিরামপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, নতুনআক্রান্ত দুইজনের বাড়ি লকডাউনসহ তাদের আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here