মোঃ মেহেদী হাসান/মোঃ আক্তার হোসেন, মণিরামপুর ॥ যশোরের মণিরামপুরে ঘেরে বিষ দিয়ে কয়েক হাজার মাছ মেরে দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার রাতে উপজেলার মহাতাবনগর এলাকায় ঘটনাটি ঘটে। এতে ১০-১২ লাখ টাকারক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঘের মালিক অজিয়ার রহমান সরদার। তবে কে বা কারা জঘন্যকাজটি করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। অজিয়ার কাশিমপুর গ্রামের মৃত শামছুররহমান সরদারের ছেলে।অজিয়ার রহমান জানান, কয়েক বছর ধরে হরিহরনগর ইউপির মহাতাবনগর এলাকায় ৩২ বিঘা
এরিয়ার ঘের নিয়ে তিনি মাছ চাষ করে আসছেন। ঘেরে শিং, মাগুর, রুই, মৃগেল,পাঙাশসহ ১০-১২ প্রজাতির দুইশ’ মণের অধিক মাছ ছিল। অজিয়ার বলেন, রাতে ঘেরেপাহারাদার ছিল। তারা ঘুমানোর পর কোন একসময় ঘেরে বিষ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরেজেলেরা ঘেরে জাল টানতে গিয়ে মাছ মরে ভাসতে দেখে আমাকে খবর দেন। যেয়ে দেখি সবমাছ মরে শেষ। এতে আমার ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার সাথে কারো কখনোশত্রুতা ছিল না।অজিয়ারের চাচাতো ভাই কাশিমপুর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল হাসান শিল্পিবলেন, এতবড় ক্ষতি মেনে নেওয়া যায় না। অজিয়ার ভাল মানুষ। কারও সাথে তার কোন শত্রুতানেই। পুলিশে খবর দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ঘেরে বিষ দিয়ে মাছ মারার ব্যাপারে আমাদের কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া
হবে।