রাজগঞ্জ পল্লী বিদ্যুতের লক ডাউনে থাকা এজিএম কম এর পুনরায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করলেন ডাঃ অনুপ

0
353

আনিছুর রহমান,রাজগঞ্জ(যশোর)ঃ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাব-জোনাল অফিস রাজগঞ্জ শাখার এজিএম কম রফিকুল ইসলামের শরীর খারাপ হলে, পরীক্ষা করার জন্য ৯ জুন নমুনা পাঠায়। ১১ জুন পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে। এজিএম কম রাজগঞ্জ বাজারস্ত সোনালী ব্যাংক সংলগ্ন আমেরিকা প্রবাসী কাউসার আলীর তিনতলা ভবনের দোতলায় ভাড়া থাকেন। এদিন দুপুরে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী বাসা বাড়িটি লক ডাউন করেন। এ সময় আক্রান্ত রুগীর সাথে কথা বলেন ও বিভিন্ন খোজ খবর নেন। সেই থেকে এজিম কম বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আজ ২৩ জুন লক ডাউন শেষ হলে পূনরায় পরীক্ষা করানোর জন্য রাজগঞ্জের বাসা বাড়িতে এসে নমুনা সংগ্রহ করলেন উপজেলা স্বাস্থ কমপ্লেস এর আরএমও ডাঃ অনুপ কুমার বসু। দেখা গেছে নমুনা নেওয়ার আগ মূহুত্বেও এজিএম কম মোবাইলে কথা বলছিলেন। এ সময় তার সাথে কথা বললে প্রতিনিধকে বলেন, আমার শারিরীক অবস্থা ভাল। আমি কোন অসুবিধা অনুভব করছিনা। আমার জন্যে সবাই দোয়া করবেন। এ বিষয়ে ডাঃ অনুপ কুমার বসু বলেন, নমুনা নেওয়ার সময় রুগী দোতলা থেকে নীচে নেমে এসে নমুনা দিয়েছে। রুগীর শারিরীক অবস্থা ভাল ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here