ইসলামপুর-বাঁকালে খাস জমি চিরস্থায়ী বন্দোবস্তের দাবিতে জেলা ভুমিহীনদের সমাবেশ

0
289

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ডে ইসলামপুর-বাঁকাল এলাকায়খাস জমি চিরস্থায়ী বন্দোবস্তের দাবিতে জেলা ভুমিহীন সমাবেশঅনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় ইসলামপুর-বাঁকাল এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভুমিহীন নেতাপিয়ার আলী মুন্সি। জেলা ভুমিহীন সমিতির যুগ্ম সাধারণ
সম্পাদক আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ভুমিহীনসমিতির সভাপতি কওছার আলী, সহ-সভাপতি মফিজুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মোঃ বাবলুহাসান। এসময় উপস্থিত ছিলেন শেখ রওশন, আলাউদ্দীন, আলমগীরহোসেন, জাহাঙ্গীর হোসেন, ভুমিহীন নেত্রী মঞ্জুয়ারা বেগম,মনিরা বেগম, মমতাজ বেগম, আকলিমা খাতুন প্রমুখ। সমাবেশে
বক্তারা বলেন, ইসলামপু- বাঁকালসহ যেখানে ভুমিহীনরা স্থায়ীভাবেবসবাস করে আসছে তাদের সেই জায়গা চিরস্থায়ী বন্দোবস্ত করে
দিতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার পরেও খাস জমিগুলোএখনো ভুমিহীনরা পাইনি। কিছু আমলাতান্ত্রিক জটিলতার
কারণে ভুমিহীনরা এখনও তাদের ন্যায্য অধিকার পাইনি। এছাড়াওকতিপয় ভুমিদস্যু যারা এখনও খাস জমিগুলো দখল করে আছে। তাদেরকবল থেকে উক্ত খাস জমিগুলো উদ্ধার করে প্রকৃত ভুমিহীনদের মাঝেপ্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বাস্তবায়নের দাবি
জানান বক্তারা। বক্তারা আরো বলেন, ত্রাণের জন্য সাতক্ষীরা জেলাপ্রশাসকের কাছে ১ হাজার ২৩৫ জন ভুমিহীনের তালিকা দেওয়াহলেও এখও তারা কোন ধরনের সহযোগিতা পাইনি। পরবর্তীতেজিআর এর চাউল পাওয়ার জন্যও আবেদন দিলেও তা এখনো পাইনিভুমিহীনরা। করোনা পরিস্থিতির মধ্যে ভুমিহীন সদস্যরা যাতেদ্রুত সহযোগিতা পায় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুতহস্তক্ষেপ কামনা করেন। বক্তারা আরো বলেন, তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে যেকোন ধরনের আন্দোলনসংগ্রামের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায় করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here