কলারোয়া হাসপাতালের আরএমও ডা: শফিকুল ইসলামসহ ২জনের করোনার রিপোর্ট পজিটিভ

0
348

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এবং এক ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভের করোনার রিপোর্টে পজিটিভ এসেছে। কলারোয়া সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম (৩৫) নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা শনাক্ত অপর ব্যক্তি স্কয়ার ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেনটেটিভ
সাইদুর রহমান শাহেদ (৩৪)। বুধবার (২৪জুন) সকালে তাদের এই রিপোর্ট আসে। এনিয়ে উপজেলায় ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হলেও চন্দনপুর ইউনিয়নের ৬জন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত ১০জন করোনা আক্রান্ত ব্যক্তি উপজেলাতে রয়ে গেছেন। আরএমও ডাক্তার শফিকুল ইসলাম আরো বলেন, গত ২১জুন তিনি নমুনা দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তার কোন উপসর্গ নেই। বুধবার বেলা ৩টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। তিনি জানান, তাদের বাড়ি লকডাউন ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতেও নিরলসভাবে ডাক্তার শফিকুল ইসলাম রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছিলেন। কলারোয়া হাসপাতালে করোনার সম্মুখযোদ্ধা হিসেবে লড়াকু ভূমিকা পালন করতে দেখা গেছে এই চিকিৎসকের। তার গ্রামের বাড়ি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে। পরিবারসহ থাকেন কলারোয়া হাসপাতালের আবাসিক কোয়ার্টারে। আর স্কয়ার ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ শাহেদ থাকেন কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামে। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া উপজেলার পৌরসদরে ৪, দেয়াড়া ইউনিয়নে ৩, জালালাবাদে ১, লাঙ্গলঝাড়ায় ১ (পৌরসভাধীন এলাকায় ভাড়া বাসা থাকতেন) ও কেঁড়াগাছি ইউনিয়নে ১ জনসহ মোট ১০ ব্যক্তি করোনা আক্রান্ত রয়েছেন। এদের মধ্যে পুলিশের একজন এএসআইসহ পৌরসদরের দুইব্যক্তি সাতক্ষীরায় আইসোলেশনে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here