শৈলকূপা প্রতিনিধি ঝিনাইদহ : ঝিনাইদহ শৈলকুপায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯ টার দিকে সিদ্ধি পূর্বপাড়া গ্রামের মৃত কিয়াম সদ্দার এর ছেলে সুাবু হোসন(২৮) কে কয়েকজন দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পুলিশ তাৎক্ষণিক এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।