সাবেক ফুটবলার দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেনের (৫৩) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
৮০-৯০ দশকে যশোর স্টেডিয়ামসহ দেশব্যাপী মাঠ কাপানো ফুটবলার বেলাল হোসেন বুধবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বেলালের ভাই দৈনিক নওয়াপাড়ার প্রকাশক ও সম্পাদক আসলাম হোসেন জানান, বেলাল হোসেন দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন এবং খুলনা সিটি মেডিকেলে ডায়ালায়সিস নিচ্ছিলেন। হঠাৎ করে কয়েক দিন করোনা ভাইরাস পজিটিভ হয়। ওই দিনই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।