মাগুরায় নতুন করে ডাক্তারসহ ১০ জন করোনা শনাক্ত ৩টি এলাকা রেডজোন ঘোষনা করে লকডাউন

0
384

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় নতুন করে ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাসসহ ১০ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮২ জন। পৌরসভার পিটিআই পাড়া, খান পাড়া ও একতাকাচাবাজার এলাকাকে রেডজোন ঘোষনা করে লকডাউন করা হয়েছে। মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা আজ বুধবার জানান, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে মাগুরার ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮২। ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন ৪০ জন। হোম আইসোলেশনে আছে ৪২জন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি স্বাস্থ বিভাগ ও স্থানীয় প্রশাসন পক্ষ থেকে লকডাউন ঘোষণা করেছে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত মাগুরা জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here