যশোরে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত

0
251

মালেক্জ্জুামান কাকা, যশোর : যশোরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে আরো ৪৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৯১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিললো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় এ জেলার ১৪১টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ৪৯টি নমুনার রেজাল্ট পজেটিভ আসে। এছাড়া মাগুরার ২১ জনের নমুনা পরীা করে ৬ জনের, নড়াইলের ১১ জনের নমুনা পরীা করে ২ জনের, ঝিনাইদহের ৪৯ জনের নমুনা পরীা করে ১৭ জনের, বাগেরহাটের ১০৩ জনের নমুনা পরীা করে ২৯ জনের ও সাতীরার ২৩ জনের নমুনা পরীা করে ৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩৪৮ জনের নমুনা পরীা করে ১০৯ জনের করোনা পজিটিভ এবং ২৩৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীণ দলের সদস্য ড. শিরিন নিগার এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩৪৮ জনের নমুনা পরীা করে ১০৯ জনের করোনা পজিটিভ এবং ২৩৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তথ্য জানতে হলে উক্ত জেলারগুলোর সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। ড. শিরিন নিগার, পরীণ দলের সদস্য ও চেয়ারম্যান, এনএফটি বিভাগ এই তথ্য দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here