অভয়নগর রিপোর্টাস ইউনিট ক্লাবের সাথে অভয়নগর উপজেলার ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
316

অভয়নগর প্রতিনিধিঃ বৃহঃবার দুপুর ১২.০০টার সময়উপজেলা ইউএ নও কার্যালয়ে অভয়নগর রিপোর্টাস ইউনিট
ক্লাবের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে অভয়নগর উপজেলার ইউএনও’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ইউএনও নাজমুল হুসেইন বলেন, সাংবাদপত্র সমাজের
দর্পন, বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও সমাজকে সামনে এগিয়েনিয়ে যায়। হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্যকে দেশ ওজনগনের সামনে আনতে হবে। মত বিনিময় সভায় অন্যান্যের
মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সুব্রত বাবু,ইমান আলী, পি.আই অফিসের নিত্যনন্দ বাবু, সাংবাদিকবদরুজ্জামান, সরদার ওলিয়ার রহমান, বিনয় কৃষœ রায়, কাজী
মোস্তাক আহমেদ, তাজ উদ্দিন বাদল, দবির উদ্দিন মোল্যা,ছাইয়েদুল ইসলাম ছাইদ, টিপু সুলতান, কাজী ইফতেখারআহমেদ, শেখ মোঃ আবুল বাশার, কামরুজ্জামান, হাবিবুররহমান, মোঃ হামিম আরাফাত, জহিরুল ইসলাম মিঠু,
আনাস হোসেন, আসিফ সহ ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here