চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মনোয়ারা বেগম ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দরিদ্র পরিবারের দু’জন অসুস্থ্য ব্যক্তি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। প্রথম ধাপের চিকিৎসায় তাঁরা অনেকটা সুস্থ্যবোধ করছেন। দ্রুত সময়ের মধ্যে দু’ব্যক্তিই সুস্থ্য হয়ে উঠবেন বলে চিৎিসকরা জানিয়েছেন। মনোয়ারা বেগম ফাউন্ডেশনের এমন সহায়তা দানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার গুলো।
উপজেলার মনমতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে গোলাম রসুল (১৮) পেশায় বাসের হেলপার। চলতি বছরের প্রথম দিকে সড়ক দূর্ঘটনায় বলাচলে পঙ্গুত্ববরণ করে। অর্থ অভাবে সে চিকিৎসা নিতে পারছিল না। অথচ ভাল চিকিৎসা নিলে সে সুস্থ্য হয়ে উঠবে এমনটিই জানান তার চিকিৎসক। গোলাম রসুলকে নিয়ে দৈনিক লোকসমাজসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে মনোয়ারা বেগম ফাউন্ডেশন ওই পরিবারের পাশে দাঁড়ান। তাকে সুচিকিৎসায় সহযোগীতা করেন। বর্তমানে তিনি বেশ সুস্থ্য অবস্থায় নিজ বাড়িতে আছেন। এদিকে উপজেলার গয়ড়া গ্রামের আলমগীর হোসেন (৫৭) তার বাম পায়ে গ্যাংরিন রোগ ধরা পড়ে। চিকিৎসকরা জানান, অপারেশনের মাধ্যমে তার ওই পা শরীর থেকে বিচ্ছন্ন করতে হবে। অর্থ অভাবে তার অপারেশন সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে মনোয়ারা বেগম ফাউন্ডেশন তার চিকিৎসার দায়িত্ব ভার গ্রহন করেন। সম্প্রতি তার পা অপারেশন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতেই আছেন। ভুক্তভোগীরা জানান, মনোয়ারা বেগম ফাউন্ডেশন তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখন শারীরীক ভাবে সুস্থ্য হয়ে এই সুন্দর পৃথিবীতে তারা বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। মনোয়ারা বেগম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান বলেন, দু’টি পরিবারই চরম অসহায়। টাকা অভাবে তারা চিকিৎসা নিতে পারছিলনা। মানবিক দিক বিবেচনা করে ফাউন্ডেশন ওই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারা সম্পূর্ণ সুস্থ্য হয়ে সকলের মাঝে ফিরে আসুক আমি এই কামনা করি।