জীবনের শেষ সম্বল হারিয়ে জি.এম রুবেলের স্ত্রী কুলসুমের সংবাদ সন্মেলনে অভিযোগ

0
341

অভয়নগর প্রতিনিধি ঃ বৃহঃবার দুপুর ২.০০ টার সময় অভয়নগর রিপোর্টাস ইউনিট কাবের কার্যালয়ে তিলে তিলে গড়া সঞ্চিত অর্থ ফেরত পেতে জিএম রুবেলের স্ত্রী কুলসুম(২২) অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, স্বামীর সংসারে কুলসুম তিলে তিলে আট লক্ষ টাকা সঞ্চয় করেন। তিনি আরো বলেন, আমার স্বামী নিঁখোজ হওয়ার পর মণিরামপুর হতে লাশ উদ্ধার করা হয়। স্বামীর দাফন-কাফন হওয়ার পর আমার নিকটে থাকা আট লক্ষ টাকা প্রতারণা করে নিয়ে নেয় শশুর বাচ্চু হাওলাদার(৫৯), শাশুড়ী কুলসুম(৫০), দেবর জুয়েল(১৭), ননদ শারমীন(৩০), শিল্পি(২৮), ননদের স্বামী ইউসুফ গাজী(৪৫) ও নোমান মোল্লা(৪৬)। তিনি অভিযোগে বলেন, প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ ফেরত দিতে বললে, তারা(শশুর বাড়ির লোকজন) নানা রকম টালবাহানা করে, এক পর্যায়ে এলাকাবাসী শালিশ বিচার করলে তারা ০৪/০৬/২০ইং তারিখে অর্থ ফেরত দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ এর উদ্দেশ্য নির্ধারিত দিনের পূর্বে পালিয়ে যায়। বহু খোঁজাখুজি করে তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। অসহায় কুলসুম বিচারের আশায় তার দুই সন্তান পুত্র রুবায়েত(৭মাস) ও কন্যা রুহানা(৭) কে নিয়ে দ¦ারে দ্বারে ঘুরছেন। যারা তাকে ও তার সন্তানদের দায়িত্ব নেবে তারাই তাকে অনিশ্চয়তায় ফেলে পালিয়েছেন। তিনি এ অন্যায়ের বিচার দাবী করেছেন। সন্মেলনে আসা এলাকার গন্যমান্য ব্যক্তি নয়ন(৫০), আজিম শেখ(৪৯), ইব্রাহিম শেখ(৬২), বালা মোল্যা(৫২) ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here