ঝিনাইদহ কোটচাঁদপুরের কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শিক্ষিকা,কর্মকর্তা কর্মচারীদের পাশে এমপি চঞ্চল

0
350

কামরুজ্জামান লিটন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : সারা পৃথিবী করোনা ভাইরাস আক্রান্তে থরথরে কাঁপছে। সেই সাথে বাংলাদেশর কিন্ডারগার্টেন স্কুল গুলোর শিক / শিকিা, কর্মচারী, আয়া,পিয়ন গন মানবতার জীবনজাপন করছে। সরকারী বা বেসরকারি, ধনকুবের বা দানশীলরা কেউ তাদের পাশে এসে দাড়াইনি। ঠিক সেই সময় এই বেকার শিক/ শিকিা কর্মচারীদের পাশে দাড়ালেন ঝিনাইদহ-৩ আসন কোটচাঁদপুর – মহেশপুরের এমপি শফিকুল আজম চঞ্চল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টাই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় করোনা ভাইরাস এর কারণে বন্ধ থাকা কিন্ডারগার্টেন স্কুলের শিক,শিকিা সহ কর্মকর্তা-কর্মচারীদের ১২৯জনের মাঝে নগত অর্থ প্রদান করেন ঝিনাইদহ-৩(মহেশপুর,কোটচাঁদপুর)আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। এইসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,চ্যানেল এস টিভির রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জল সহ আরো অনেকে। ঝিনাইদহ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল মোমিন, সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সাধারণ সম্পাদক বজলুর রহমান, ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন, সহ সভাপতি শাহিনুর রহমান লিটন, অর্থ সম্পাদক অনু, আনন্দ টিভি প্রতিনিধি ও ইউকে স্কুলের পরিচালক মাজেদ রেজা ও নবগঙ্গা স্কুল ও ডুসাসের সম্পাদক শরিফুল ইসলাম, সহ অনেক শিক নেতারা বলেন আমাদের ঝিনাইদহ জেলা সদরে প্রায় ৮০টি স্কুল আছে। এই স্কুলের পাশে যদি এমপি চঞ্চলের মত আমাদের ঝিনাইদহ -২ আসনের এমপি, ঝিনাইদহ পৌর মেয়র সহ অনেক নেতা আছেন তারা দাড়াতো তাহলে আমাদের গরীব শিক /শিীকা কর্মচারীরা কিছুটা হলেও স্ত্রী, সন্তান নিয়ে উপকারী হতো। শিক নেতাদের আহবানে দানশীল, দানবীরদের সাড়া দেবার জন্য অনুরোধ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here