(নড়াইল জেলা) প্রতিনিধি : করোনায় আক্রান্ত নড়াইল-২আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা এবং সারা দেশেকরোনায় আক্রান্ত সাংবাদিকসহ দেশের মানুষের আশু রোগমুক্তি কামনায় নড়াইলপ্রেসক্লাবে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় নড়াইলপ্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয় । দোয়ামোনাজাত পরিচালনা করেন নড়াইল পুরাতন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃজাকারিয়া হোসাইন।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,
সহ-সভাপতি মোঃ নইমুর রহমান ফিরোজ, এম, মুনীর চৌধুরী, সাধারন সম্পাদকশামিমুল ইসলাম টুলু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেকসহ-সভাপতি সুলতান মাহমুদ খাান, কার্তিক দাস, গোবিন্দ কুন্ডু, মলয় নন্দী, মীর্জা নজরুল ইসলাম,সুজয় বকসী,আতিয়ার রহমান,মিরাজ খান,হাফিজুল নিলুসহ প্রেসক্লাবের সদস্যরা।