বাঘারপাড়ায় মন্দিরে এমপি পরিবারের সুস্থ্যতা কামনায় প্রার্থনা অন ুষ্ঠান

0
341

নারিকেলবাড়ীয়া(যশোর)প্রতিনিধি ঃ ৮৮যশোর-৪ আসনের এমপি রনজিৎ কুমার রায়সহ পরিবারের কয়েকজন করোনা আক্রান্ত হওয়াই সকলের সুস্থ্যতা কামনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নারিকেলবাড়ীয়া কুন্ডপাড়া বারোয়ারীখোলা কালীমন্দিরে এক প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুন্ডপাড়ার নিতাই চন্দ্র দে‘র পরিচালনায় মাষ্টার উজ্জ্বল কুমার পোদ্দার,গোপাল কুন্ডু,দীপ কুন্ডু,গোবিন্দ শিকদার,জনিসহ আরো অনেকে এ প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here