মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ট তালা উপজেলার কুমিরা এলাকারা বাসিন্দারা

0
385

নিজস্ব প্রতিনিধি : মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছেন তালা উপজেলার কুমিরা ইউপির ৫নং ওয়ার্ডের বাসিন্দারা। সন্ধ্যার পর থেকেই গভীর রাত পর্যন্ত সেখানে চলে মাদকের আড্ডা।
আর দিনের আলোতে ওই মাদকাসক্তদের অবাধ চলাফেরার কারণে এলাকার নারীও আতংকিত থাকেন। সুযোগ পেলেই ওই মাদকাসক্তরা নারীদের উক্ত্যাক্ত করেন। নানা ভাবে কুপ্রস্তাবও দেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয় খায়রুল ইসলাম মনু, গিয়াস উদ্দীনসহ এলাকাবাসী জানান, এলাকার নদীর ধারে একটি রাজ রাজেশ্বর শিব মন্দির রয়েছে। মন্দিরের সামনে পিছনে অনেক জমি রয়েছে। মাদকাসক্তদের কারণে মন্দিরের পত্রিতা নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে পূর্জা অর্চনার পরিবেশও। অত্র এলাকার অশোক বিশ্বাসের মাদক সেবী পুত্র সুমন বিশ্বাস(বিদ্যুৎ), বিশ্ব হালদারের পুত্র স্বপন হালদার, মনা চন্দ্র চন্দ্রের পুত্র রাজু চন্দ্র চন্দ্র, মৃনাল কান্তি দে’র পুত্র মৃণাল কান্তি দে, পঞ্চানন দত্তের পুত্র গোবিন্দ দত্তের নেতৃত্বে সেখানে মাদকের একটি সংঘবদ্ধ বাহিনী গড়ে উঠেছে। তবে এদের মধ্যে অমিত দে বর্তমানে ঢাকা অবস্থান করলেও বাকীরা এলাকায় মাদকের আড্ডা এবং নারীদের উক্ত্যাক্তসহ নানা বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। গভীর রাতে তারা মন্দিরের চত্বর টিকেই নিরাপদ স্থান হিসেবে বেছে নেয়। সেখানে রাতভর চলে জুয়া, মাদকের আড্ডা। এবিষয়ে মন্দিরের সেবাইত কমল কুমার দত্ত ও তার পুত্র বাধা দিতে গেলে তাদের খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে ওই মাদকাসক্তরা। সেখানে ফেন্সিডিলের খালি বোতল ছড়ানো ছিটানো অবস্থায় প্রায়ই দেখা যায় বলে জানা গেছে। তাদের মদদ দিচ্ছেন প্রভাবশালী সাবেক ব্যাংক কর্মকর্তা, একজন স্কুল শিক্ষক ও এক টেইলার্স ব্যবসায়ী। গৃহবধু লহ্মীরাণী বলেন, ওই বাহিনীর কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে মাদকাসক্ত নারীদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করা, ফাঁকা পেলে উক্ত্যাক্ত করাসহ নানাভাবে হয়রানি করে প্রতিবাদ করলে সম্মান হানির হুমকি প্রদর্শন করে তারা। বিশেষ করে স্কুল-কলেজ পড়–য়া মেয়েরা তাদের কারণে ভীতুসন্ত্রস্থ অবস্থায় রয়েছে। তিনি এলাকাবাসীর পক্ষ থেকে ওই মাদকাসক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযুক্ত বিদ্যুৎ তার সহযোগিরা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার দলাদলির কারণে এধরনের অভিযোগ দেওয়া হয়েছে। তারা কোন মাদকের সাথে জড়িত না। এবিষয়ে কুমিরা ইউপি চেয়রাম্যান আজিজুল বলেন, এধরনের কোন ঘটনা তার জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here