যবিপ্রবিতে আজ যশোরের ৩১ টিসহ ৭৮ নমুনা পজেটিভ

0
361

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে আজ ঘোষিত ফলাফলে ৭৮টি নমুনা পজেটিভ হয়েছে। এর মধ্যে যশোরের রয়েছে ৩১টি। বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বুধবার তাদের ল্যাবে দণি-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার ২৭১টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে যশোরের নমুনা ছিল ১০৪টি। এতে ৩১টি পজেটিভ ফল দেয়।
এছাড়া মাগুরার ৪৫টির মধ্যে আটটি, ঝিনাইদহের ২৮টির মধ্যে দশটি, বাগেরহাটের ২৯টির মধ্যে সাতটি এবং সাতীরার ৬৫টির মধ্যে ১৯টি নমুনার পজেটিভ ফল আসে। পরীা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান, ড. শিরিন। এদিকে, যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, আজ বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টার থেকে পাওয়া ৩১টি পজেটিভ নমুনার মধ্যে ২৩টি নতুন। বাদবাকি আটটি ছিল ফলোআপ। এর ফলে যশোর জেলায় এখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৩৪-এ দাঁড়ালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here