যশার -৪ আসনের সংসদ সদস্য রনজিত রায়ের পরিবার করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত

0
384

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁন ঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের নমুনা পরীার রিপোর্টের ফলাফলে যশোর-৪(অভয়নগর-বাঘারপাড়া)আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিত কুমার রায়ের পরিবার করোনা মুক্ত ।
বৃহস্পতিবার (২৫ জুন) এমপির পিএস তপন বিশ্বাস এ তথ্য জানান। তবে আরও একটি পরীায় নেগটিভ আসলেই তারা শতভাগ করোনামুক্ত হবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।প্রসঙ্গত, এর আগে করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় ৯ জুন সন্ধ্যায় তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের ( সিএমএইচ) আইসালশন ওয়ার্ডে ভর্তি হন। এরপর ১৭ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের রিপার্টে এমপি পুত্র ও বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহায়ক রাজিব রায়, স্ত্রী ঋষিতা রায় ও তাদের কন্যা নিলম রায়ের করোনা পজেটিভ রিপোর্ট এসেছিল। তখন থেকেই ডাক্তারের পরামর্শে তারা শহরের রেলরোডের পারিবারিক ফ্যাটে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন। বৃহশপতিবার (২৫জুন) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের রিপার্টে তাদের সকলেরই করোনা নেগেটিভ আসে। বহস্পতিবার (২৫ জুন) সকালে রাজিব রায় নিজই এ তথ্য জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here