লোহাগড়ায় ব্যাক্তি উদ্যোগে দশ হাজার মাস্কসহ হ্যান্ডি স্যানিটাইজার বিতরণ

0
468

লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া ও লক্ষীপাশা বাজারসহ পৌর এলাকায় ব্যাক্তি উদ্যোগে দশ হাজার মাস্ক ও এক হাজার হ্যান্ডি স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ব্যবসায়ী প্রতিনিধি ও আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বৃহস্পতিবার(২৫ জুন) বিকালে এ মাস্ক ও হ্যান্ডি স্যানিটাইজার বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসার কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান(মাসুদ) ও তার সহধর্মিনী রোজিয়া সুলতানা (চামেলি) এর অর্থায়নে এ মাস্ক ও হ্যান্ডি স্যানিটাইজার বিতরণ করা হয়। লোহাগড়া বাজারস্থ বণিক সমিতির অফিসে বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি এম,এম শরিফুল আলম, যুবলীগ নেতা শেখ ছদর উদ্দিন শামীম, শিক্ষক মোঃ ইকতিয়ার রহমান, সমাজকর্মী সাইদ আলম শিপলু, মোঃ আহাদুজ্জামান ডলার উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান(মাসুদ) জানান, করোনার প্রভাব পড়ার সাথে সাথে লোহাগড়া পৌরসভার প্রায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। দেড় হাজার পরিবারকে ঈদ উল ফিতর উপলক্ষে চাল, তেল সেমাই, চিনিসহ উপহার সামগ্রী দিয়েছি। মসজিদের ইমাম ও মোয়াজ্জিন কে উপহার সামগ্রী দিয়েছি। আমি মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নমূলক কাজ করবার চেষ্টা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here