ফরিদ শিকদার, বাগেরহাট ঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ঈদের পর থেকে দেশের বিভিন্ন স্থানে জনসাধারনের অবাধ যাতায়াতের কারনে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
ইতিমধ্যে মোংলায় ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুতরাং মোংলার মানুষ যে খুব একটা ভালো আছে সেটা বলা যাবেনা।
তিনি আরো বলেন করোনা ভাইরাসের কোন ভ্যাকসিন এখন পর্যন্ত আবিস্কার হয় নাই। সুতরাং জনসাধারন সচেতন থাকলেই করোনা নিয়ন্ত্রন সম্ভব। শারিরীক দূরত্ব বজায় রাখা,মাস্ক পরিধান করা, পরিস্কার পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া, গরম পানির ভাপ নেওয়া মূলত একাজ গুলোই করোনা নিয়ন্ত্রনের একমাত্র ঔষুধ।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টায় মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে আমেরিকা প্রবাসী দিপু মৃধার অর্থায়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, অফিসার্স ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর সভাপতি শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আল মামুন, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, হাকিম হাওলাদার, মোশারেফ হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার, ছাত্রলীগ নেতা শাহরুখ বাপ্পী, পারভেজ খান, কাজী মোঃ সাগর প্রমূখ। আমেরিকা প্রবাসী দিপু মৃধার অর্থায়নে পৌর এলাকার সাড়ে ৪শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।