দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে করোনা ভাইরাস সংক্রমন সন্দেহে ৮ জনের নমুনা ঢাকায় প্রেরন করা করা হয়। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে থেকে এই তথ্য জানা যায়।
হাসপাতাল সূত্র থেকে জানা যায়, স্থানীয় ও নারায়নগঞ্জ জেলা থেকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৮ জন ব্যক্তিকে চিহ্নিত করে তাদের নমুনা আইসিডিআরএ প্রেরন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, করোনা ভাইরাসের উপসর্গ ব্যক্তিদের গতকাল পর্যন্ত ৮জনের নাক ও গলা থেকে এ্যাবল সোয়াব সংগ্রহ করে পাঠানো হয়। তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।